পরিষেবায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদে অটো-রিকশা চালকরা

author-image
Harmeet
New Update
পরিষেবায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদে অটো-রিকশা চালকরা

নিজস্ব সংবাদদাতা : ওলা, উবের, ব়্যাপিডো পরিষেবাগুলিতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি আঞ্চলিক পরিবহণ অফিসের (আরটিও) বাইরে বিক্ষোভ প্রদর্শন করলেন অটো-রিকশা চালরা।


কর্ণাটক পরিবহণ বিভাগ শহরে "অবৈধ অটো-রিকশা পরিষেবা" চালানো বন্ধের নির্দেশ দেওয়ার পরই বিক্ষোভের পথে হাঁটলেন চালকরা। অ্যাগ্রিগেটর-লিঙ্কড অটো-রিকশা পরিষেবাগুলির বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে।বিক্ষোভস্থলে বিপুল সংখ্যক অটো চালক তাদের যানবাহন দাঁড় করিয়ে স্লোগান দেন।