New Update
/anm-bengali/media/post_banners/nY2R839rvJzPG3hfIInk.jpg)
নিজস্ব প্রতিনিধি-আজ ৭২তম জন্মদিন উদযাপন করছেন নরেন্দ্র মোদি।এই উপলক্ষে সারা দেশ বিদেশ থেকে আসছে তাঁর জন্য শুভেচ্ছা বার্তা।পিছিয়ে নেই বলিউড সেলিব্রিটিরাও, অভিনেতা অনিল কপূর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি সাক্ষাৎকারে ছবি শেয়ার করেছেন একটি ক্যাপশন সহ লিখেছেন,
"যে মানুষটি ভারতকে বিশ্বের মানচিত্রে এমনভাবে তুলে ধরেছেন, তাঁকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, যা আমরা কল্পনাও করতে পারতাম না। আচ্ছে দিনের অগ্রদূত, আমাদের গর্বিত জাতির নেতা।আপনি দীর্ঘজীবী হোন এবং সুস্থ থাকুন! @narendramodi।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us