son

নীলকান্ত মন্ডল
যুবকের বাবা শেখররঞ্জন মন্ডল সিদ্ধান্ত নেন, তার ২৩ বছরের ছেলের অঙ্গদান করবেন। সেই মতোই চিকিৎসকদের পরামর্শে তার অঙ্গদান করা হয়েছে বলে পরিবার সূত্রে খবর।শনিবার সন্ধেবেলা নীলের দেহ আসে দাসপুরে তার বাড়িতে। তারপরেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।