মদ কেনার টাকা দেননি, মায়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালাল ছেলে!

author-image
Harmeet
New Update
মদ কেনার টাকা দেননি, মায়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালাল ছেলে!

নিজস্ব সংবাদদাতাঃ এক নৃশংস ঘটনা চমকে দিয়েছে গোটা পুন্নায়ুরকুলামের বাসিন্দাদের। মদ কেনার টাকা দিতে রাজি হননি মা।প্রতিহিংসাপরায়ণ হয়ে মায়ের আগে আগুন জ্বালিয়ে দিল ছেলে। অগ্নিদগ্ধ মহিলার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। কোচির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পুলিশ জানিয়েছে, আক্রান্ত মহিলার নাম শ্রীমতি হালেক্কাট্টিল ভিট্টিল। তাঁর বয়স ৭৫ বছর। তিনি চেম্মানুরের বাসিন্দা। মদ কেনার জন্য মায়ের কাছে প্রায়ই টাকা চাইত অভিযুক্ত। টাকা না পেলেই মাকে মারধর করত। গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত যখন ফের মায়ের কাছে মদ কেনার টাকা চায়, তখন হালেক্কাট্টিল ভিট্টিল টাকা দিতে রাজি হননি। এই শুনে বেজায় রেগে গিয়ে মায়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় ছেলে। 



খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে অগ্নিদগ্ধ মহিলাকে হাসপাতাল নিয়ে যায় পুলিশ। একই সঙ্গে তাঁর বয়ানও রেকর্ড করে। আক্রান্তের অভিযোগের ভিত্তিতে ছেলে মনোজকে (৫৩) গ্রেপ্তার করে পুলিশ। তারপর ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ধৃতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এদিকে মহিলাকে প্রথমে কুন্নামকুলামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে ত্রিশূরের অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে কোচির একটি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়।