বাবার সই নকল করে জাল দলিল বানিয়ে জমি প্রতারণা, বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ছেলে

author-image
Harmeet
New Update
বাবার সই নকল করে জাল দলিল বানিয়ে জমি প্রতারণা, বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ছেলে

দিগ্বিজয় মাহালঃ বাবার নামে নকল সই করে জাল দলিল বানিয়ে জমি বিক্রির দায়ে বাবার করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হল ছেলে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ১৬ নম্বর হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের সসিন্দা গ্রামে। জানা গিয়েছে, সম্প্রতি সসিন্দা গ্রামের বাসিন্দা কার্তিক ঘোষের ১১৮ ডেসিম্যালের চাষ যোগ্য জল জমি রয়েছে। সম্প্রতি তিনি তা মিউটেশন করতে গিয়ে দেখেন তার জমি অন্যের নামে রেকর্ড হয়ে গিয়েছে। এরপর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তারই ছেলে তার নামে নকল সই করে জাল দলিল বানিয়ে ওই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। এরপর বেলদা থানায় তিনি অভিযোগ দায়ের করলে বেলদা থানার পুলিশ এই ঘটনায় কার্তিক ঘোষের ছেলে অরিন্দম ঘোষকে গ্রেফতার করে । শনিবার অভিযুক্তকে তোলা হয় দাঁতন আদালতে। তদন্তের কারণে পুলিশি হেফাজতের জন্য আদালতে আবেদন জানায় বেলদা থানার পুলিশ। এই জাল দলিল বানিয়ে জমি বিক্রির পেছনে কারা জড়িত রয়েছে তা জানতে তদন্তে নেমেছে বেলদা থানার পুলিশ।