Jan Suraj Party chief Prashant Kishore

jan suraj praty president
বিহার নির্বাচনে NDA-র জয়ের পর জন সুরাজ সভাপতি উদয় সিংহ দাবি করলেন, সরকার কোষাগার থেকে ৪০ হাজার কোটি এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের ১৪ হাজার কোটি খরচ করে ম্যান্ডেট কিনেছে। ভয় পেয়ে ভোটাররা NDA-কে বেছে নিয়েছে বলেও অভিযোগ।