সীমাঞ্চলের মুসলিমরা কখনও ভুল করবে না ! ওয়াইসিকে মুখের মতো জবাব দিলেন প্রশান্ত কিশোর

কি বললেন প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
prashant kishorq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে (Asaduddin Owaisi) বিহারের সীমাঞ্চল অঞ্চলে রাজনৈতিক হস্তক্ষেপ না করার 'অনুরোধ' জানালেন জন সুরাজের (Jan Suraaj) প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর। আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রশান্ত কিশোর বলেন, "ওয়াইসি সাহেব আমার বন্ধু। কিন্তু তাঁকে আমি একটি অযাচিত পরামর্শ দিতে চাই। পরামর্শটি হল তিনি যেন মন দিয়ে শুধু হায়দ্রাবাদ সামলান। তিনি হায়দ্রাবাদে নিজেদের ঘাঁটি রক্ষা করুন। সীমাঞ্চলে এসে অযথা বিভ্রান্তি সৃষ্টি করবেন না। তিনি যদি হায়দ্রাবাদকে সামলে সেখানকার মুসলিমদের কল্যাণ করতেন, তবে তা ভালো হতো।"

Asaduddin Owaisi

এরপর তিনি বলেন,''পশ্চিমবাংলায় যখন নির্বাচন হচ্ছিল, তখন আইএসএফ (ISF)-এর লোক এবং ওয়াইসি সাহেব সেখানে পৌঁছেছিলেন। কিন্তু সেখানকার সমস্ত মুসলিমরা বলেছিলেন যে তারা তৃণমূল কংগ্রেসকে (TMC) বিশ্বাস করেন। আইএসএফ (ISF) এবং ওয়াইসি সাহেব সেখানে কিছুই করতে পারেননি।"