বিজেপি আগে ফলাফল লুট করতো এখন অন্য দলের প্রার্থীদের লুট করছে ! ফের বিস্ফোরক প্রশান্ত কিশোর

কি বিস্ফোরক অভিযোগ করলেন প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
New Update
prashant kishorq2.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বিজেপির বিরুদ্ধে জন সুরাজ পার্টির প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করার অভিযোগ তুলেছিলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। আর এবার এই বিষয়ে বেশ কয়েকটি তথ্য তুলে ধরে ফের একবার বিজেপিকে নিশানা করলেন তিনি। আজ এই প্রসঙ্গে তিনি বলেন,''বিহারে আগে লালু জি-র আমলে বুথ লুট হত। বিজেপির আমলে আগের নির্বাচনগুলিতে ফলাফল লুট হয়েছে। অন্তত ১০-১২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও এনডিএ (NDA) নিজেদের পক্ষে ফলাফল ঘোষণা করিয়েছে। কিন্তু এবার প্রথমবারের মতো বিরোধী দলের প্রার্থীদের লুট করা হচ্ছে।"

এরপর তিনি তথ্য তুলে ধরে বলেন,''কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অন্যান্য দলের প্রার্থীদের ফোন করে তাদের মনোনয়ন প্রত্যাহার করতে বলছেন। আমি জানতে চাই শশী শেখর সিনহা কবে বিজেপির অংশ ছিলেন ? তিনি তো কিছুদিন আগেই জন সুরাজে যোগ দিয়েছেন। জন সুরাজে বিজেপি, আরজেডি-সহ বিভিন্ন দল থেকে আসা অনেক নেতাই আছেন। যদি তিনি বিজেপির অনুগত কর্মীই হতেন, তবে তিনি জন সুরাজে কেন এলেন ?"

Amit shah

এরপর তিনি বলেন,''জন সুরাজের প্রার্থী শশী শেখর সিনহা এবং মুতুর শাহ যেই দিন মনোনয়ন দাখিল করতে যাচ্ছিলেন, সেই দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের সঙ্গে বৈঠক করেন। আমি জানতে চাই জন সুরাজ থেকে টিকিট পাওয়া একজন প্রার্থীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বসার কী প্রয়োজন ছিল ? মুতুর শাহের সঙ্গে মনোনয়ন দাখিলের দিন অমিত শাহ কেন দেখা করলেন ?"