বিশ্বকাপ হারল ভারত! এবার বড় কথা বলে দিলেন রোহিত শর্মা

এবারের বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। স্বাভাবিকভাবেই সবথেকে বেশি কষ্ট তাঁর, সবথেকে বেশি দায়িত্ব তাঁর। হারের পর মুখ খুললেন হিটম্যান।

New Update
rohit sharma edit.jpg

নিজস্ব সংবাদদাতা: টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে হেরে গেল ভারত। অধরা থেকে গেল টিম ইন্ডিয়ার কাপ ছোঁয়ার স্বপ্ন। হারের পর ক্রিকেটাররা মাঠেই কেউ কেঁদে দেন আর কেউ আবার হতাশায় ভেঙে পড়েন। ফাইনাল হারলেও নিজের দলের প্রতি আস্থা হারালেন না রোহিত শর্মা। ম্যাচ শেষের পর এবার বড় কথা বলে দিলেন ভারত অধিনায়ক। 

পুরস্কার বিতরন অনুষ্ঠানে এসে রোহিত শর্মা বলেন যে ফাইনালের ফলাফল তাঁদের পক্ষে আসেনি। ভারতের পারফরম্যান্সও ভাল ছিল না। তবে টুর্নামেন্টে দলের পারফরম্যান্সে তিনি গর্বিত। আক্ষেপ করে বলেন যে এই ম্যাচটা জেতা উচিত ছিল তাঁদেরই। তাঁরা যদি ব্যাট হাতে আরও ২০-৩০ রান করতে পারতেন, তাহলে ফলাফল অন্যরকম হতো। রাহুল ও কোহলি যখন ব্যাটিং করছিলেন, তখন তাঁরা আত্মবিশ্বাসী ছিলেন যে তাঁরাই ২৭০-২৮০ রান করতে পারবেন। কিন্তু টানা উইকেট হারিয়ে তা আর সম্ভব হল না।

hiring.jpg