সুরক্ষা নিয়ে প্রশ্ন! এই মেট্রো স্টেশন করে দেওয়া হল বন্ধ
অবৈধ কয়লা খনন বন্ধে তৎপরতা ! কড়া অ্যাকশন নিল CISF
BREAKING: ফের দিল্লিতে বিস্ফোরণ! ছড়িয়ে পড়ল আতঙ্ক
দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বড় আপডেট ! গ্রেপ্তার হলেন গাড়ি পার্ক করা ফাহিম
সোশ্যাল মিডিয়ায় দিল্লি বিস্ফোরণের প্রশংসা,তড়িঘড়ি অ্যাকশন নিলেন হিমন্ত বিশ্ব শর্মা ! আসামে গ্রেপ্তার ১৫
সমাপ্ত হল দীর্ঘ ৪৩ দিনের অচলাবস্থা ! সরকারি অর্থায়ন বিলে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ট্রাম্প
ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতকদের !
মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে ধনু রাশির জাতকদের !
প্রেমের জীবনে আনন্দ থাকবে কন্যা রাশির জাতকদের !

আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি-ঝড়ের তাণ্ডব! কোন কোন জেলায় হবে ১১০ মিমি পর্যন্ত বৃষ্টি? রইল পূর্ণ তালিকা!

রথের দিন একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Rain

নিজস্ব সংবাদদাতা: আগামী দু’দিন রাজ্যের বিভিন্ন জেলায় চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই বৃষ্টি হবে ‘পাসিং সাওয়ার’ ধরনের— অর্থাৎ উড়ন্ত মেঘ একেক জায়গায় গিয়ে হঠাৎই ঝরিয়ে দিয়ে যাবে বৃষ্টি । তবে বিক্ষিপ্ত হলেও এই বৃষ্টির দাপট থাকবে বেশ ভালোই।

ইতিমধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে  পরিণত হয়েছে। বর্তমানে এটি অবস্থান করছে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের উপরে । হাওয়া অফিস জানাচ্ছে, এই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে পৌঁছাবে ওড়িশা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় অঞ্চলে।

Rain

এই নিম্নচাপের প্রভাবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে । কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

দুর্যোগের সম্ভাবনা মাথায় রেখে সমুদ্রপারে  থাকা মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কবার্তা। আগামী ২৪ ঘণ্টার জন্য ওড়িশা ও বাংলা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। কারণ এই সময়ে সমুদ্র থাকবে অতি উত্তাল। ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।