New Update
/anm-bengali/media/media_files/2025/09/19/whatsapp-image-2025-09-19-15-18-32.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ গেল এক ভ্যানচালকের। মৃতের নাম মানিক বাউরি (৪৮), বাড়ি কাঁকসা থানার বামুনাড়া এলাকায়।
ঘটনাটি ঘটে দুর্গাপুর থেকে কাঁকসা যাওয়ার পথে মুচিপাড়ায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা মারে মানিক বাউরির ভ্যানে। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
ঘটনার পর পুলিশ তৎপর হয়ে ঘাতক পিকআপ ভ্যান ও চালককে আটক করেছে। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় ১৯ নম্বর জাতীয় সড়কে। পরে মুচিপাড়া ট্রাফিক গার্ডের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us