/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
নিজস্ব সংবাদদাতা: কোচবিহার জেলায় ফের রক্তাক্ত হল রাজনীতি। গুলিবিদ্ধ হলেন কোচবিহার ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা রাজু দে। বৃহস্পতিবার রাতে পার্টি অফিস থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময়েই একটি কালো গাড়িতে এসে আচমকা গুলি চালায় একদল দুষ্কৃতী। গুলি গিয়ে লাগে রাজু দের ডান কাঁধে।
তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এই হামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজু দে-কে টার্গেট করেই এই আক্রমণ চালানো হয়েছে। রাতের অন্ধকারে রাস্তায় ফেরার সময় পরিকল্পিতভাবে তাঁকে ঘিরে ধরে গুলি চালানো হয়। এরপর রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে।
ঘটনার পর থেকেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কোচবিহার জুড়ে। জেলার বিভিন্ন অংশে তৃণমূলের কর্মী-সমর্থকরা ইতিমধ্যেই প্রতিবাদে ফেটে পড়েছেন। আজ থেকেই একাধিক জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা করেছে শাসকদল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
যদিও এই হামলার অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, এর সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
এদিকে, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। কে বা কারা এই হামলার নেপথ্যে রয়েছে, তা জানার চেষ্টা চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
রাজনৈতিক উত্তাপ বাড়ছে উত্তরবঙ্গে। এই হামলার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র, না কি পুরনো কোনও শত্রুতার জের—উত্তর এখন সময়ের অপেক্ষা। তবে একথা বলাই যায়, তৃণমূল নেতার উপর এই প্রাণঘাতী হামলা ঘিরে ফের উত্তাল কোচবিহার।