বিদায় বৃষ্টি, দিকে দিকে শীতল হাওয়া, শৈত্য প্রবাহের সতর্কতা
সুরক্ষা নিয়ে প্রশ্ন! এই মেট্রো স্টেশন করে দেওয়া হল বন্ধ
অবৈধ কয়লা খনন বন্ধে তৎপরতা ! কড়া অ্যাকশন নিল CISF
BREAKING: ফের দিল্লিতে বিস্ফোরণ! ছড়িয়ে পড়ল আতঙ্ক
দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বড় আপডেট ! গ্রেপ্তার হলেন গাড়ি পার্ক করা ফাহিম
সোশ্যাল মিডিয়ায় দিল্লি বিস্ফোরণের প্রশংসা,তড়িঘড়ি অ্যাকশন নিলেন হিমন্ত বিশ্ব শর্মা ! আসামে গ্রেপ্তার ১৫
সমাপ্ত হল দীর্ঘ ৪৩ দিনের অচলাবস্থা ! সরকারি অর্থায়ন বিলে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ট্রাম্প
ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতকদের !
মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে ধনু রাশির জাতকদের !

এবার হলদিয়ায় শ্রমিক অসন্তোষ

হলদিয়ায় শ্রমিক অসন্তোষ চলছে।

author-image
Aniket
New Update
c

নিজস্ব প্রতিনিধি: হলদিয়া --কারখানার শ্রমিকদের বেতন না বৃদ্ধি হওয়ায়, লাগাতার শ্রমিক অসন্তোষ কারখানা গেটের সামনে ।গতকাল সন্ধ্যে  থেকে মৎসুবিশিতে শ্রমিকরা সারা রাত ধরে  বিক্ষোভ চলছে ।

মিৎসুবিশি কারখানার স্থায়ী এমপ্লয়িরা বেতন পরিকাঠামো না বাড়ানোর জন্য কারখানার গেট ঘিরে বিক্ষোভ দেখায় ।গতকাল থেকে  চলছে লাগাতার বিক্ষোভ । আজ সকাল থেকে কারখানার গেটের ভেতরে এডমিনিসটেটিভ বিল্ডিং এর সামনে স্থায়ী শ্রমিকরা   ধরনায়।   শ্রমিকরা  লাগাতার ধরনায় ।

কারখানার গেটের সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখালেও ,তারা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে মুখ খুলতে নারাজ ।শ্রমিকরা জানায় তারা টার্গেট হয়ে যাবে কারখানার ম্যানেজমেন্টের সামনে । শ্রমিকদের বেতন পরিকাঠামো নিয়ে নানা অভিযোগ তুলে মিৎসুবিশি  কারখানার স্থায়ী  শ্রমিকরা।