“খেলা হবেই, তবে মানুষের জীবন নিয়ে নয়!” মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ সুকান্তর!

সুকান্ত মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী বাঙালি হিন্দুদের বোকা বানানোর চেষ্টা করছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
sukanta

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রীর বহুল চর্চিত ‘খেলা হবে’ স্লোগানের পাল্টা জবাব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কটাক্ষ করে বলেন, “খেলা তো হবেই, তবে মুখ্যমন্ত্রী যেন মানুষের জীবন নিয়ে না খেলেন।” তাঁর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলেছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই সুকান্তর এই আক্রমণ। তিনি স্পষ্ট করে জানান, আসন্ন নির্বাচনে বিজেপি তৃণমূল সরকারের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে মোদী সরকারের উন্নয়নের মডেলকে সামনে রেখে প্রচারে ঝাঁপাবে। তাঁর মতে, বাংলার মানুষ আর প্রতারণা সহ্য করবে না। পরিবর্তনের সময় এসে গেছে, আর সেই পরিবর্তন আনবেই বিজেপি।

sukanta majumdar .jpg

সুকান্তর দাবি, “এই সরকার শুধুই স্লোগান তুলে মানুষের চোখে ধুলো দিচ্ছে। উন্নয়নের নামে চলছে লুট, আর প্রশাসনের নামে চলছে দলীয় শাসন। এবার খেলা হবে ঠিকই, তবে সেটা হবে দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, আর বিজেপি সেই খেলায় জিতবে মানুষের আশীর্বাদেই।”

তাঁর এই বক্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৃণমূল-বিজেপি তরজায় নতুন মাত্রা এনে দিয়েছে।