বিয়ে বাড়ির আনন্দ মিলিয়ে গেল বুক ফাটা কান্নায়, শোকস্তব্ধ পরিবার

শ্যালকের বিয়েতে এসে জলে ডুবে মৃত্যু হল জামাইবাবুর। মৃত জামাইবাবুর নাম কৌশিক কুণ্ডু। তিনি শিলিগুড়ির বাসিন্দা হলেও কর্মসূত্রে দিল্লিতে থাকেন। শোকস্তব্ধ পরিবার।

author-image
Tamalika Chakraborty
New Update
marriage dist .jpg

নিজস্ব সংবাদদাতা: মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল শিল্প শহর দুর্গাপুর। শ্যালকের বিয়েতে এসে জলে ডুবে মৃত্যু হল জামাইবাবুর। গোটা ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ এলাকাবাসী। ফুলঝোর নিবাসী স্বপন কুমার সামন্তের ছেলে দেবমিতের বিবাহ ছিল আজ সোমবার। বিয়ে স্থির হয়েছিল বর্ধমানের দক্ষিন দামোদরের পলাশন গ্রামে। হিন্দু শাস্ত্র অনুযায়ী এদিন সকাল বেলায় স্থানীয় শঙ্খ বাঁধে জল সইতে গিয়েছিল দিদি দেবস্মিতা কুণ্ডু, জামাইবাবু কৌশিক কুণ্ডু, বাবা স্বপন কুমার সামন্ত ও এক আত্মীয়া। জল সওয়ার সময় আচমকাই জলে ডুবে যেতে থাকে দিদি দেবস্মিতা, তাঁকে বাঁচাতে জলে ঝাঁপ দেন জামাইবাবু কৌশিক, দুজকেই ডুবে যেতে দেখে ঝাঁপিয়ে পড়েন বাবা স্বপন কুমার সামন্তও। সঙ্গে থাকা ওই আত্মীয়ার চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এসে তিন জনকেই জল থেকে উদ্ধার করেন। জামাইবাবু ও বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জামাইবাবু কৌশিক কুন্ডুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্বপন কুমার সামন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, সুস্থ রয়েছেন দিদি দেবস্মিতা। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে ফুলঝোরের ওই এলাকায়। মৃত কৌশিক কুন্ডু শিলিগুড়ির বাসিন্দা, চাকরি সূত্রে থাকেন দিল্লিতে। রবিবার রাতেই তিনি দিল্লি থেকে এসেছিলেন। সব মিলিয়ে গোটা বিয়েবাড়িতে এখন বিষাদের সুর।