‘আমাদের পাড়া, আমাদের সমাধান’: দুর্গাপুরের এলাকাবাসীর জন্য মন্ত্রী শশী পাঁজার প্রতিশ্রুতি

দুর্গাপুরের বাসিন্দাদের জন্য প্রতিশ্রুতি শশী পাঁজার।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-08-22 at 2.40.11 PM

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার দুর্গাপুরের সগড়ভাঙা হিন্দি হাই স্কুলে আয়োজিত “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচি পরিদর্শনে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। মন্ত্রীর সঙ্গে ছিলেন পৌর প্রশাসক মন্ডলের চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, সদস্য ধর্মেন্দ্র যাদব, দীপঙ্কর লাহা, রাখি তেওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নাভলম এস, দুর্গাপুর মহকুমা শাসক ড. সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম এবং এলাকার বহু বাসিন্দা।

west-bengal-minister-shashi-panja

পরিদর্শনের শেষে ড. শশী পাঁজা জানান, হাউসিং এলাকায় পানীয় জল ও নিকাশি ব্যবস্থার একাধিক সমস্যা নথিভুক্ত হয়েছে। তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। সেই অর্থের সঠিক ব্যবহার করে প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”