মোদির আগমনের আগে কালীতলায় পুজো! শমীকের মুখে ‘দিলীপ-বার্তা’ ঘিরে জল্পনা তুঙ্গে!

মোদির সভার আগেই পুজো দিলেন শমীক ভট্টাচার্য।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-07-18 at 1.52.32 PM

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্গাপুর সফরের ঠিক আগে ভিরিঙ্গি কালীমন্দিরে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পুজো দেওয়ার পর মন্দির চত্বরে দেখা গেল বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস, ঢাকের তালে নাচ-গান ও স্লোগানে মুখর হয়ে উঠল এলাকা।

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিজেপি শিবিরে উল্লাসের আবহ। রাজ্য সভাপতির কালীপুজোকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এদিনের এই পুজোতে মোদির সফরের সাফল্য ও রাজ্যে দলের শক্তি বৃদ্ধির প্রার্থনাই করেন বলে জানান শমীক।

samik-2025-07-03-10-39-54

পুজোর পর শমীক ভট্টাচার্যকে সাংবাদিকরা দিলীপ ঘোষ নিয়ে প্রশ্ন করলে তিনি সংক্ষিপ্ত জবাবে বলেন, “আমি কিছু বলবো না। দিলীপদা বিজেপিতে আছেন, ছিলেন, এবং থাকবেন।” তাঁর এই মন্তব্যকে রাজনৈতিক মহলে ‘সদ্ভাব বজায় রাখার কৌশল’ হিসেবে দেখা হচ্ছে, কারণ সম্প্রতি দিলীপ ঘোষের দলীয় সভা থেকে অনুপস্থিতি এবং দিল্লি সফর ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে।

সব মিলিয়ে প্রধানমন্ত্রী মোদির সফরের আগে বিজেপির শীর্ষ নেতাদের কর্মকাণ্ড ও মন্তব্য ঘিরে দুর্গাপুরে রাজনীতি তুঙ্গে।