ভোরের কান্না ভেঙে দিল শালবাগানকে, ড্রেন থেকে উদ্ধার হলো প্লাস্টিক মোড়া নবজাতক!

দুর্গাপুরে ড্রেন থেকে উদ্ধার নবজাতক।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-08-22 at 2.39.56 PM

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরের বেনাচিতির শালবাগান এলাকায় অন্ধকার গলির ড্রেন থেকে হঠাৎ কান্নার শব্দ শুনে স্থানীয়রা ছুটে যান। ড্রেনে পড়ে প্লাস্টিক মোড়া অবস্থায় একটি নবজাতক শিশু। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। পুলিশ শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয়রা বলছেন, "ভোরে কান্না শুনে সবাই এগিয়ে গেল। শিশুটি প্লাস্টিকে মোড়া অবস্থায় ছিল।"

 child death .jpg

পুলিশ এখন এই ঘটনায় তদন্ত শুরু করেছে। প্রশ্ন উঠছে, কে এবং কেন শিশুটিকে এমন নিষ্ঠুরভাবে ফেলে দিল? জন্মের সঙ্গে সঙ্গেই কি শিশুটির এত বড় শাস্তি প্রয়োজন ছিল?