দুর্গাপুরে শুরু দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মিউজিক রিয়্যালিটি শো-এর অডিশন! ভিড় উপচে পড়ল সিটি সেন্টারে

দুর্গাপুরে শুরু দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মিউজিক রিয়্যালিটি শো-এর অডিশনের জন্য সিটি সেন্টারে উপচে পড়ল ভিড়।

author-image
Tamalika Chakraborty
New Update
Cover 58

নিজস্ব সংবাদদাতা: আগামী ৩১শে আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মিউজিক রিয়্যালিটি শো ‘দুর্গাপুরের গর্ব’। এই অনুষ্ঠানের জন্য চলছে জমজমাট অডিশন। রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারে দুটি বেসরকারি হোটেলে অডিশনে অংশ নেন দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ডের বহু যুবক-যুবতী ও কিশোর-কিশোরী। অডিশনে যারা উত্তীর্ণ হবে, তারা সরাসরি চূড়ান্ত পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে। সকাল থেকেই অডিশন ভেন্যুতে উপচে পড়া ভিড় দেখা যায়। উপস্থিত ছিলেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “এই উদ্যোগ সত্যিই অসাধারণ। এখান থেকে বহু প্রতিভাবান গায়ক উঠে আসবে, যারা আগামী দিনে রাজ্য ও দেশের গর্ব হয়ে উঠবে।”

durgapuraudition