/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ঠিক আগে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল দুর্গাপুরের জনসভার প্রধান মঞ্চ। সভাস্থলে মোদীর আগমন ঘিরে শহরে চরম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও, হঠাৎই সভামঞ্চের কাছ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, সমর্থকদের মধ্যে দেখা যায় উদ্বেগ ও গুঞ্জন।
সূত্রের খবর, ধোঁয়া দেখে তড়িঘড়ি নিরাপত্তা রক্ষীরা ও মঞ্চ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার ব্রিগেডকে না ডাকলেও নিজস্ব ব্যবস্থায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূচনা। যদিও বড়সড় ক্ষতি এড়ানো গিয়েছে বলেই জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/18/modi-in-bihar-2025-07-18-15-07-30.jpg)
এই ঘটনার জেরে সভাস্থলে উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। উপস্থিত কর্মী-সমর্থকদের আশ্বস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা।
এদিকে, সভাস্থলে এরইমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক। দুর্গাপুরের একাধিক এলাকা থেকে মিছিল করে জনসভার দিকে আসছেন তাঁরা। প্রধানমন্ত্রীর সভা ঘিরে ইতিমধ্যেই শহরে দেখা গিয়েছে উৎসবমুখর পরিবেশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us