/anm-bengali/media/media_files/2025/06/23/3dedf542-9d8d-493f-8634-52877506f6be-2025-06-23-08-37-59.jpeg)
নিজস্ব প্রতিনিধি: বন্যা কবলিত এলাকায় পৌঁছে স্থানীয়দের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন প্রশাসনের আধিকারিকেরা।রবিবার বিকালে ঘাটাল ব্লকের দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতের শ্যাওড়াগেড়িয়া এলাকায় পৌঁছে যান পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল ব্লকের বিডিও,ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি।
/anm-bengali/media/post_attachments/1fcac382-819.png)
এলাকার মানুষের হাতে তুলে দেয়া হয় ত্রিপল, কাপড় সহ শুকনো খাবার। জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত বাবু জানান প্রতিদিন ঘাটালের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পৌঁছে স্থানীয়দের হাতে এভাবেই তুলে দেয়া হবে ত্রাণ সামগ্রী।অজিত মাইতি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ঘাটালে বিশেষ নজরদারি রেখেছি। ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছি,মেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে। বিভিন্ন জায়গায় ত্রান শিবির খোলা হয়েছে। বিস্তারিত খোঁজ খবরও নিচ্ছেন আমাদের সাংসদ দীপক অধিকারী দেবও।
/anm-bengali/media/post_attachments/cc72fcec-69c.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us