বিদায় বৃষ্টি, দিকে দিকে শীতল হাওয়া, শৈত্য প্রবাহের সতর্কতা
সুরক্ষা নিয়ে প্রশ্ন! এই মেট্রো স্টেশন করে দেওয়া হল বন্ধ
অবৈধ কয়লা খনন বন্ধে তৎপরতা ! কড়া অ্যাকশন নিল CISF
BREAKING: ফের দিল্লিতে বিস্ফোরণ! ছড়িয়ে পড়ল আতঙ্ক
দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বড় আপডেট ! গ্রেপ্তার হলেন গাড়ি পার্ক করা ফাহিম
সোশ্যাল মিডিয়ায় দিল্লি বিস্ফোরণের প্রশংসা,তড়িঘড়ি অ্যাকশন নিলেন হিমন্ত বিশ্ব শর্মা ! আসামে গ্রেপ্তার ১৫
সমাপ্ত হল দীর্ঘ ৪৩ দিনের অচলাবস্থা ! সরকারি অর্থায়ন বিলে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ট্রাম্প
ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতকদের !
মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে ধনু রাশির জাতকদের !

বন্যা কবলিত ঘাটালে ত্রান সামগ্রী নিয়ে হাজির বিধায়ক অজিত মাইতি

অজিত মাইতির পদক্ষেপ। 

author-image
Aniket
New Update
3dedf542-9d8d-493f-8634-52877506f6be

নিজস্ব প্রতিনিধি: বন্যা কবলিত এলাকায় পৌঁছে স্থানীয়দের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন প্রশাসনের আধিকারিকেরা।রবিবার বিকালে ঘাটাল ব্লকের দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতের শ্যাওড়াগেড়িয়া এলাকায় পৌঁছে যান পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল ব্লকের বিডিও,ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি।

এলাকার মানুষের হাতে তুলে দেয়া হয় ত্রিপল, কাপড় সহ শুকনো খাবার। জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত বাবু জানান প্রতিদিন ঘাটালের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পৌঁছে স্থানীয়দের হাতে এভাবেই তুলে দেয়া হবে ত্রাণ সামগ্রী।অজিত মাইতি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ঘাটালে বিশেষ নজরদারি রেখেছি। ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছি,মেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে। বিভিন্ন জায়গায় ত্রান শিবির খোলা হয়েছে। বিস্তারিত খোঁজ খবরও নিচ্ছেন আমাদের সাংসদ দীপক অধিকারী দেবও।