/anm-bengali/media/media_files/2025/07/18/whatsa-2025-07-18-13-46-06.jpeg)
নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্গাপুর সফরের দিনেই ধস নামল ইস্পাত নগরীর এক গুরুত্বপূর্ণ রাস্তায়, আর তাতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সংলগ্ন কনিষ্ক সেকেন্ডারি মোড়ে হঠাৎ করে সড়ক ধসে একটি বড় গর্ত তৈরি হয়। প্রবল দুর্যোগের মধ্যে এই ধসে বন্ধ হয়ে যায় যান চলাচল, এবং শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক।
এই রাস্তা দুর্গাপুর ইস্পাত কারখানায় যাতায়াতকারী শ্রমিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটি ১৯ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী পথও। এই রাস্তায় এর আগেও—দুই বছর আগে—একবার ধস নেমেছিল। এবার মোদির সভার দিন ফের সেই একই জায়গায় ধস নামায় প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে।
এই ধসকে হাতিয়ার করে রাজনৈতিক কটাক্ষ শুরু করে তৃণমূল। জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “যারা পথশ্রী প্রকল্প নিয়ে প্রশ্ন তোলে, তারাই আজ চুপ কেন? এই ধস প্রমাণ করছে বিজেপির সাম্রাজ্য পতনের সূচনা হয়েছে।” তিনি আরও বলেন, “যে সরকার উন্নয়নের বড় বড় কথা বলে, তাদের আমলে রাস্তা ধসে পড়ছে—এটাই আসল ছবি।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/18/durgapur-road-lanslide-2025-07-18-13-33-54.jpg)
পাল্টা জবাব দেন জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পাইপলাইন এবং ড্রেনেজ সিস্টেমে ত্রুটির জন্যই এই ধস। এর দায় স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষের। তৃণমূল কংগ্রেস শুধুই বিরোধিতা করতেই জানে, কোনও গঠনমূলক কথা বলে না।”
মোদির জনসভাকে কেন্দ্র করে এমনিতেই উত্তেজনার পারদ চড়েছে দুর্গাপুরে। তার ওপর এমন ঘটনায় প্রশাসন ও রাজনৈতিক মহলে বাড়ছে চাপ এবং বিতর্ক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us