দুর্গাপুরে গান্ধী মূর্তির পাদদেশে জমিদাতাদের অবস্থান বিক্ষোভ

দুর্গাপুর ইস্পাত কারখানা তৈরির সময় জমি দাতাদের পাট্টা দিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। সেই পাট্টার দলিল কোনও কাজে লাগছে না বর্তমানে, এই অভিযোগে বিক্ষোভ দেখালেন জমিদাতারা।

New Update
bhumi rakha cpmmiitee.jpg

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুর ইস্পাত কারখানা তৈরির সময় জমি দাতাদের পাট্টা দিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। সেই পাট্টার দলিল কোনও কাজে লাগছে না বর্তমানে, এই অভিযোগ তুলে গোপাল মাঠ সহ বেশ কয়েকটি এলাকার জমি দাতারা আজ গান্ধী মোড় সংলগ্ন সিগন্যাল পয়েন্ট থেকে মিছিল করে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ দেখায় জমি দাতারা। 

ভূমি রক্ষা কমিটির তরফে ধ্রুবজ্যোতি মুখার্জি বলেন, দাবি নিয়ে সরকারের দুয়ারে গেলেও কোনও কাজ হচ্ছে না। আজ তারা অবস্থান বিক্ষোভে নামেন। দ্রুত তাঁদের দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন।