New Update
/anm-bengali/media/media_files/2xt0r4X9CWl7DJI71LNV.png)
File Picture
দিগ্বিজয় মাহালী: ৫ কুইন্টেল গাঁজা (Weed) সহ ৫ জনকে গ্রেফতার পশ্চিমবঙ্গের (West Bengal) বেলদাতে। পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় ব্লকের বেলদার শ্যাম্পুরা এলাকায় জাতীয় সড়কে পেঁয়াজ বোঝাই লরি ও একটি প্রাইভেট গাড়িকে আটক করে ৫ কুইন্টাল গাঁজা উদ্ধার সহ ৫ জনকে গ্রেফতার করলো এসটিএফ ও বেলদা থানা। সুত্রের খবর, উড়িষ্যার দিক থেকে কলকাতার দিকে পেঁয়াজ বোঝাই লরি ও একটি প্রাইভেট গাড়িতে করে গাঁজা পাচার হচ্ছিল।
/anm-bengali/media/post_attachments/ab7cf94c-a20.png)
গোপন সূত্রে খবর এসেছিল এসটিএফ এর কাছে। এরপরেই এসটিএফ বেলদা থানাকে সঙ্গে নিয়ে লরি ও প্রাইভেট গাড়িকে আটক করে বেলদার শ্যামপুরা এলাকায়। ৫ কুইন্টাল গাঁজা সহ ৫ জনকে গ্রেফতার করা হয় বুধবার রাতে। ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায়। বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে তোলা হবে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us