স্কুল ইন্সপেক্টরের অফিসে একুশে জুলাই ব্যানার! ভাইরাল ছবি ঘিরে চাপে শিক্ষা দপ্তর

স্কুল ইন্সপেক্টরের অফিসে একুশে জুলাইয়ের ব্যানার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-07-25 at 2.54.11 PM

নিজস্ব সংবাদদাতা: শিক্ষা দপ্তরের ভবনের গায়ে তৃণমূলের রাজনৈতিক ব্যানার ঝুলতে দেখে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। একুশে জুলাই শহীদ সমাবেশের চার দিন পর দুর্গাপুর ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহায়, দুর্গাপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ও চক্র উন্নয়ন আধিকারিকের অফিস চত্বরে দেখা যায় “ধর্মতলা চলো” লেখা রাজনৈতিক ব্যানার। ব্যানারটির নিচে স্পষ্ট লেখা— “সৌজন্যে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতি”। এই ব্যানার ছিল অফিসের প্রবেশপথের ঠিক সামনে। সরকারি দপ্তরে রাজনৈতিক প্রচারের এই চিত্র সামনে আসতেই শুরু হয় বিতর্কের ঝড়।

ঘটনাকে ঘিরে সরব হয়েছে বিজেপি। দলটির পশ্চিম বর্ধমান জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “সরকারি অফিসকে তৃণমূলের দলীয় কার্যালয়ে পরিণত করার পরিকল্পনা চলছে। শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দপ্তরেও রাজনৈতিক ব্যানার টাঙানো হচ্ছে, এ একেবারে প্রশাসনিক দুর্ব্যবস্থা। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হবে।”

durgapur TMc

বিপরীতে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা আক্রমণে নামে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “চার দিন আগেই শহীদ সমাবেশ হয়েছে। আমাদের তৃণমূলের লোকেরা এই ধরনের কাজ করে না। প্রচারে আসার জন্য বিজেপি এবং সিপিএম মিলে এই ব্যানার টাঙিয়ে আমাদের বদনাম করতে চাইছে। এটা একটা চক্রান্ত।”

এদিকে মহকুমা শিক্ষা আধিকারিক রিতা প্রতীক ঘোষ দাবি করেন, “এই ব্যানার টাঙানোর বিষয়টি আমার জানা ছিল না। কে বা কারা এটি করেছে, তাও আমাদের নজরে আসেনি।” তবে ছবি ভাইরাল হতেই দ্রুত সেই ব্যানার সরিয়ে ফেলা হয়।

সরকারি ভবনে রাজনৈতিক প্রচারের এই ঘটনা একদিকে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে শাসক-বিরোধী চাপানউতোরে নতুন করে রাজনীতির পারদ চড়াচ্ছে দুর্গাপুরে।