Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/y5CMjeMxgfDgmsRYQu2Y.jpg)
নিজস্ব সংবাদদাতা: মদ্যপ অবস্থায় আটক পুলকার চালক। অল্পের জন্য রক্ষা পেল খুদে পড়ুয়ারা। বুধবার সকালে এমনই ঘটনার সাক্ষী রইল শহর দুর্গাপুর। পুলকার অ্যাসোসিয়েশন এর তৎপরতায় ওই মদ্যপ গাড়ি চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বুধবার সকালে দুর্গাপুরের ফুলজোর এলাকার একটি বেসরকারি স্কুলের পুলকার চালক পড়ুয়াদের নিয়ে স্কুলে আসেন। তাঁকে দেখে সন্দেহ হয় পুলকার এসোসিয়েশনের সদস্যদের। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ট্রাফিক পুলিশকে খবর দেওয়া হয়। মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা এসে তাঁকে পরীক্ষা করে মদ্যপ অবস্থায় পায়। দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়। পুলিশ ওই মদ্যপ চালককে আটক করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us