গরু পাচারকারীকে কান ধরিয়ে হাঁটালেন বিজেপি নেতা! উত্তাল দুর্গাপুরে গরম জনতা

দুর্গাপুরে গরু পাচারকারীদের কান ধরে হাঁটাল বিজেপি।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-08-01 at 2.27.40 PM

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরে ফের চাঞ্চল্য! গরু পাচারের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল কোকওভেন থানা এলাকার গ্যামন ব্রিজ সংলগ্ন অঞ্চলে। স্থানীয়দের তৎপরতায় গরু পাচারের চেষ্টায় বাধা পড়ে এবং ঘটনাস্থলেই আটকানো হয় একটি সন্দেহজনক গাড়ি। গাড়িটি বাঁকুড়ার বড়জোড়ার আসুরিয়া হাট থেকে দুর্গাপুরের জেমুয়া যাওয়ার পথে ছিল।

জানা গেছে, স্থানীয় বাসিন্দারা গাড়িটি থামিয়ে বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু চালকরা কোনও নথি দেখাতে না পারায় ক্ষোভে ফেটে পড়ে জনতা। শুরু হয় ব্যাপক মারধর। লাঠি হাতে চালকদের উপর চড়াও হন এলাকার মানুষ। উত্তেজনা ছড়ায় মুহূর্তে।

durgapur police station

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির যুবনেতা পারিজাত গাঙ্গুলী। গাড়ি থেকে গরুগুলিকে নামিয়ে খোলামাঠে ছেড়ে দেন তিনি। অভিযুক্ত চালকদের কান ধরে উঠবস করান এবং প্রকাশ্যে কান ধরে হাঁটিয়ে এলাকায় অপমানিত করে তাড়িয়ে দেন।

পারিজাত গাঙ্গুলীর অভিযোগ, গরু পাচার হচ্ছে এমন স্পষ্ট তথ্য দিয়ে বহুবার কোকওভেন থানায় ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। এমনকি যখন এক সিভিক ভলান্টিয়ার সাদা পোশাকে মোবাইলে ভিডিও করতে যান, তখন তাঁর সঙ্গেও শুরু হয় বাকবিতণ্ডা। পুলিশের ভূমিকা নিয়েই উঠছে বড় প্রশ্ন।

ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি কর্মীদের দাবি, বারবার পুলিশকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এখন গরু পাচার রুখতে তাঁরা নিজেরাই হাতে নিয়েছেন দায়িত্ব।