/anm-bengali/media/media_files/1f0TXMqiGK2LuINZfdgA.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে বিহারের পড়ুয়াদের মারধর প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, "যাঁরা সব সময় সংবিধান নিয়ে কথা বলেন, তাঁদের জবাব দেওয়া উচিত, বিহারিরা যখন বাংলায় যায়, তখন তাঁদের মারধর করা হচ্ছে কেন? বাংলায় কি আইনশৃঙ্খলা বলে কিছু অবশিষ্ট নেই? সেখানে কি সংবিধান প্রয়োগ করা হয় না? বাংলায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচার করা তেজস্বী যাদবকে জবাব দিতে হবে পশ্চিমবঙ্গ সরকার কী করছে। পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ-বিহারের মানুষকে 'বাহারি' (বহিরাগত) বলে অভিহিত করে। এটি একটি দেশের একটি সংবিধান। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা বহন করেছিলেন। পশ্চিমবঙ্গ, ভারত জোটের একটি অংশ সংবিধানের কথা বলে, তারপর তারা ভারতীয়দের হারাবে, কিন্তু রোহিঙ্গাদের নয়। অনুপ্রবেশকারীদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে।"
#WATCH | Delhi: On students from Bihar beaten in West Bengal, BJP Spokesperson Shehzad Poonawalla says, " The people who speak about the Constitution all the time should answer that when Biharis go to Bengal, why they are being beaten? Is there no law and order left in Bengal? Is… pic.twitter.com/v9ffyjjiXt
— ANI (@ANI) September 27, 2024
/anm-bengali/media/media_files/Hs9k0eCtIrCpHcNRVR8g.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us