/anm-bengali/media/media_files/XspBdwMcqN5gRWrq6pK4.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার মমতা ব্যানার্জির ভিডিও সামনে এনে তাকে চরমতম নিশানা করলেন অনুপম হাজরা। ভিডিওতে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি দাবি করেছেন, তার বিরুদ্ধে জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করার অপবাদ দেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/k2glBRFhJiy4K8Gnb4pY.jpg)
এই ভিডিও ফেসবুকে পোস্ট করে অনুপম হাজরা বলেন, "ধ্যাত....এটা ঠিক না...মানছি হালকা হাত টান স্বভাব আছে, তাই বলে জগন্নাথ মন্দির থেকে নিম কাঠ ঝেড়ে দেবে !!!??😑 ...এটা শোনার পর থেকে আমি আমার চোখের পানি আটকাতে পারতেসি না 🥲 " অনুপম হাজরার এই পোস্টকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/1000069635.jpg)
উল্লেখ্য, বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিঘায় জগন্নাথ মন্দিরের দরজা জনসাধারণের জন্য উন্মোচন করেছেন সদ্য। বাংলার মানুষ যাতে কম খরচে জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে পারেন সেটাই তার লক্ষ্য। সেই সঙ্গে জগন্নাথ মন্দির দিঘার পর্যটনকে আরও বহুগুন বৃদ্ধি করবে বলেই আশা করা হচ্ছে। তবে এই মন্দির নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us