"কারখানা বন্ধ, মোদি জবাব দাও!" — প্রধানমন্ত্রীর সভার আগেই বিতর্কে জড়াল বিজেপি!

মোদীর সভার আগেই বিতর্কে বিজেপি।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-07-18 at 1.26.20 PM

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। মোদির যাত্রাপথে, অর্থাৎ যে রাস্তায় দিয়ে তিনি সভাস্থলে পৌঁছাবেন, সেই রাস্তাতেই দেখা গেল একাধিক বিতর্কিত পোস্টার। পোস্টারে লেখা— “দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া সংস্থাগুলি কবে খুলবে? মোদি, তুমি জবাব দাও।” এই পোস্টারকে ঘিরে গোটা শিল্পাঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে।

কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির তরফ থেকে কটাক্ষ করে বলা হয়েছে, “এটাই তৃণমূলের আসল চরিত্র। মানুষের জন্য কিছু করতে না পেরে এখন প্রধানমন্ত্রী মোদির নামে অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।”

Modi

অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ খারিজ করে বলা হয়েছে, “এই পোস্টার সাধারণ মানুষের অভিব্যক্তি। কাজ হারিয়ে হতাশ শ্রমিকরাই হয়তো ক্ষোভ প্রকাশ করেছেন। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।”

শ্রমঘন শিল্পাঞ্চলে কর্মসংস্থানের অভাব, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা কারখানা—এই সব ইস্যু ঘিরেই তৈরি হয়েছে এই বিতর্ক। মোদির সভার দিন এই পোস্টার সামনে আসায় রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে।