ফের চাল চুরির অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে! হাতে-নাতে ধরল স্থানীয়রাই

চাল চুরির অভিযোগ উঠল তৃণমূলের এক নেত্রীর বিরুদ্ধে। ঘটনাটি পাণ্ডবেশ্বরে ঘটেছে। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, আগে ওই মহিলা তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। এখন তাঁর সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই।

author-image
Tamalika Chakraborty
New Update
toto agitation .jpg

নিজস্ব সংবাদদাতা: রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্য ও রাজনীতি সরগরম।  রেশন দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে জেলে রয়েছেন। রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে, রাজ্যের শাসকদলের নেতা মন্ত্রীদের এভাবে জড়িয়ে পড়া নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলিই বর্তমান রাজ্য সরকারের দিকে আঙুল তুলছে। 

ঠিক এরকমই আবহে মঙ্গলবার সকালে পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের রাঙামাটি গ্রামের একটি আইসিডিএস কেন্দ্র থেকে বেশ কয়েক বস্তা চাল পাচার করা হচ্ছে বলে সন্দেহ হয় স্থানীয়দের। অভিযোগের তির আইসিডিএস কেন্দ্রের এক শিক্ষিকা সুষমা রুইদাসের দিকে।  অভিযোগ উঠছে, আইসিডিএস কেন্দ্রের এই কর্মীকে তৃণমূল কংগ্রেসের সমস্ত অনুষ্ঠানে প্রায়ই দেখা যেত। তিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেও স্থানীয়রা দাবি করেছেন। একটা টোটোতে করে চাল পাচারের সময় স্থানীয়রা বিক্ষোভ করেন। লাউদোহা থেকে গৌরবাজার যাবার রাস্তার মাঝেই টোটো আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে জানা গিয়েছে। কেন ছোট ছোট শিশুদের খাবার এভাবে পাচার হবে? এমনটাই প্রশ্ন তোলেন এলাকাবাসীরা। যদিও এই ঘটনায় অভিযুক্ত আইসিডিএস কর্মীকে পাওয়া যায়নি। তবে খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহার ফরিদপুর থানার পুলিশ। এ ছাড়াও পৌঁছান দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি তথা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি ও দুর্গাপুর ফরিদপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য মুখার্জি ।


স্থানীয় বাসিন্দা তথা ঘটনার প্রত্যক্ষদর্শী শেখ আনারুল জানান, আইসিডিএস কেন্দ্র থেকে চাল বার করার সময় তিনি শিক্ষিকাকে জিজ্ঞাসা করেন চালটা কোথায় যাচ্ছে ? দিদিমণি তাকে উত্তর দেন চাল যাবে শ্রীকৃষ্ণপুর গ্রামের একটা আইসিডিএস কেন্দ্রে। সেই কেন্দ্রের চাল প্রয়োজন তাই এই কেন্দ্র থেকে ধার দেওয়া হচ্ছে। ঘটনায় সন্দেহ হওয়ায় সেই চাল ভর্তির টোটোর পিছন ধাওয়া করেন তিনি। দেখতে পান শ্রীকৃষ্ণপুর না গিয়ে টোটো টি যাচ্ছে লাউদোহার দিকে। রাস্তায় টোটো আটকে ড্রাইভারকে জিজ্ঞাসা করলে তিনি তার সঠিক উত্তর দিতে পারেনি। ঘটনাস্থলে প্রচুর স্থানীয় বাসিন্দা জড়ো হন।

ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত বাবু জানান, একটা সময় ওই আইসিডিএস কর্মী তৃণমূলের সভানেত্রী ছিলেন বর্তমানে তিনি তৃণমূলের কেউ না। তিনি মাত্র একজন আইসিডিএস কেন্দ্রের কর্মী। পাশাপাশি সুজিত বাবু এও জানান এভাবে শিশুদের খাবারের চাল যে চুরি করার চেষ্টা করেছেন, তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।