মাঠে বীভৎস দৃশ্য! নিখোঁজের তিন দিন পর মিলল যুবকের দেহ, শিউরে উঠছেন এলাকাবাসী

দুর্গাপুরে তিনদিন নিখোঁজ থাকার পর মাঠ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ। পরিবারের দাবি খুন। পুলিশ তদন্তে নেমেছে। বিস্তারিত পড়ুন।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-10-31 at 2.14.10 PM

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরে মিলল এক যুবকের পচাগলা দেহ, এলাকায় ছড়াল তীব্র চাঞ্চল্য। মৃত যুবকের নাম করণ চৌহান, বয়স মাত্র ২২। তিনদিন ধরে নিখোঁজ ছিলেন করণ। শনিবার ভোরে কোকওভেন থানার ডিপিএল প্রশাসনিক ভবনের পাশের মাঠে স্থানীয়রা দেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। করণের বাড়ি লেবারহাট নুনিয়া পাড়ায়। পরিবার জানিয়েছে, করণ তিনদিন আগে হঠাৎই নিখোঁজ হয়ে যায় এবং অনেক খোঁজাখুজির পরও কোনও সন্ধান না পেয়ে কোকওভেন থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

করণের ভগ্নীপতি বিবেক কুমার চৌহান বলেন, “আমার শ্যালককে তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। থানায় অভিযোগ করার পর আজ সকালে খবর পেলাম দেহ পড়ে আছে। আমাদের ধারণা, ওকে খুন করা হয়েছে।”

dead

পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে হত্যার সন্দেহ উড়িয়ে দিচ্ছে না তারা। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রহস্যমৃত্যু ঘিরে এলাকায় চাপা আতঙ্ক, আর পরিবারের মধ্যে শোকের ছায়া। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হবে।