পাড়ার সমস্যার সমাধানে পাশে প্রশাসন

দরজায় সরকার, হৃদয়ে আশ্বাস, পাড়ার সমস্যার সমাধানে পাশে প্রশাসন।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-03 12.46.22 PM

নিজস্ব প্রতিনিধি: সরকারি প্রকল্প কাগজে-কলমে নয়, মানুষের দরজায় পৌঁছাক এই লক্ষ্য নিয়েই রাজ্যজুড়ে শনিবার থেকে শুরু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গীকারবদ্ধ প্রকল্প "আমাদের পাড়া, আমাদের সমাধান"। রাজ্যের প্রতিটি প্রান্তের মতো দুর্গাপুরেও কর্মসূচির সূচনা হলো খয়রাশোল প্রাথমিক বিদ্যালয় চত্বরে। ‘পাড়ার সমস্যা, পাড়াতেই সমাধান হবে’, এই বার্তা নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে প্রশাসন।

কোনও প্রকল্পের সুবিধা বঞ্চিত হলে, কোনও ভাতা আটকে থাকলে কিংবা স্কুল, রাস্তাঘাট, নিকাশী ব্যবস্থার মত পরিকাঠামোগত সমস্যা থাকলে সেগুলির সমাধান মিলছে এক ছাদের তলায়। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য বা বিধবা ভাতার মতো গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পে আবেদন জানানো যাচ্ছে এখানেই। শুধুই আবেদন নয়—সমস্যার তাৎক্ষণিক শুনানি ও দ্রুত সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রশাসনের কর্তারা। এই কর্মসূচির তদারকিতে এদিন পরিদর্শনে আসেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্যরা। এলাকার প্রতিটি অভিযোগ তারা গুরুত্বের সঙ্গে শুনেছেন। প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব জানান,"মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই কর্মসূচি আজ মানুষের দরজায় পৌঁছেছে। যাঁরা এতদিন অভাবে থেকেছেন, সুযোগ থেকে বঞ্চিত ছিলেন, তাঁদের কথা শোনা হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে সমস্যার সমাধান করার লক্ষ্যে আমরা কাজ করছি।"