নিজস্ব সংবাদদাতা: শিয়ালদহ-দমদম রেলপথে বড়সড় বিঘ্নের আশঙ্কা! ব্রিজের গার্ডার বদলের কাজের কারণে আগামী শনিবার ও রবিবার বাতিল করা হচ্ছে মোট ২৭টি ট্রেন। ফলে নিত্যযাত্রীদের জন্য শুরু হতে চলেছে প্রবল দুর্ভোগের এক অধ্যায়।
রেল সূত্রে জানা গিয়েছে, আজ, ২৮ জুন রাত ১০টা ১৫ মিনিট থেকে শুরু হবে ব্রিজ সংস্কারের কাজ। পরের দিন অর্থাৎ ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত এই কাজ চলবে। ফলে টানা প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ শিয়ালদহ-দমদম শাখার ট্রেন পরিষেবা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/28/local-trains-2025-06-28-11-21-25.jpg)
এই সময়ে শিয়ালদহ থেকে বনগাঁ, হাসনাবাদ এবং মেন লাইনের একাধিক ট্রেন চলাচল করবে না। শনিবার রাতেই বাতিল হচ্ছে ১৪টি ট্রেন, আর রবিবার চলবে না আরও ১৩টি ট্রেন। শুধু তাই নয়, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে রেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে, নির্দিষ্ট সময়ের আগে কিছু স্পেশাল ট্রেন চালানো হবে, যাতে নিত্যযাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও কমানো যায়। তবুও এই দুই দিন শিয়ালদহ রেলপথে যাতায়াতের পরিকল্পনা করার আগে দেখে নিতে হবে ট্রেনের সময়সূচি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us