লাইনচ্যুত বনগাঁ লোকাল! দেড় ঘণ্টা রেল চলাচল ব্যহত

দমদম স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় বনগাঁ লোকালের একটি কামরা।

author-image
Tamalika Chakraborty
New Update
bongaon local

নিজস্ব সংবাদদাতা: বুধবার সকালে বনগাঁ লোকালের একটি কামরা দমদম স্টেশনের কাছে লাইচ্যুত হয়ে যায়। ট্রেন বনগাঁ থেকে দমদমের চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল। ১২ কামরার বনগাঁ লোকালের শেষ কবি লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বনগাঁ লোকালের লাইনচ্যুত হওয়ার ঘটনার জেরে চার নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘ দেড় ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে। তবে দমদম স্টেশনের বাকি তিনটি প্ল্যাটপর্ম ১,২, ৩ নম্বরে রেল চালচল অব্যাহত থাকে। দেড়ঘণ্টা পর লোকালটিকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। বর্তমানে দমদম স্টেশনে রেলচলাচল স্বাভাবিক রয়েছে। 

dumdum station s