খুনের বদলা খুন! প্রকাশ্যে তিন জনকে গুলি করে হত্যা পাকিস্তানে

পাকিস্তানে খুনের বদলা নিতে তিন জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
murder pakistan

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাদিকাবাদের জামালদিন ওয়ালি এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ। পরপর তিনজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। স্থানীয় সূত্রে জানা গেছে, কুখ্যাত ডাকাত শাহিদ লুন্দের হত্যার বদলা নিতেই এই হামলা চালানো হয়েছে।

নিহতদের পরিচয় উমর লুন্দ এবং তাঁর দুই ভাইপো—হুজাইফা লুন্দ ও খালিজ ধনওয়ানি। হামলার সময় তাঁরা শাহপুর এলাকার প্রধান বাজার দিয়ে যাচ্ছিলেন। দুধে ওয়ালি পুল্লির কাছে আচমকাই তাঁদের ওপর গুলি চালানো হয়।

স্থানীয়দের দাবি, ২০২৪ সালের নভেম্বরে লুন্দ গোষ্ঠীর একটি জমায়েতে উমর লুন্দ কুখ্যাত ডাকাত শাহিদ লুন্দকে হত্যা করেছিলেন। শাহিদ একজন দুষ্কৃতী হলেও সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন এবং তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলও ছিল। তিনি বালোচিস্তানের কাটচা জনজাতির অন্তর্ভুক্ত ছিলেন।

এই গ্যাং ওয়ারের ফলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।