New Update
/anm-bengali/media/media_files/QHDcR4Z8d3p8pu2sIDMk.png)
নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিশর সফর চলছে। মিশর সফরকালীন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিশরের পিরামিড পরিদর্শন করেছেন। মিশরের কায়রোতে গিজার গ্রেট পিরামিড পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
/anm-bengali/media/media_files/mseTGRIrFDD0S2oszjSV.png)
তার সঙ্গে ছিলেন মিশরের রাষ্ট্রীয় নেতৃত্বরাও। প্রধানমন্ত্রীকে পিরামিডের ইতিহাস সম্বন্ধে বিশেষ ভাবে ধারণা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সামনে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিরামিড পরিদর্শনের ভিডিও। দেখুন ভিডিও-
#WATCH | Prime Minister Narendra Modi visits the Great Pyramid of Giza in Cairo, Egypt. pic.twitter.com/QY851jeDsJ
— ANI (@ANI) June 25, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us