মিনেসোটায় রক্তক্ষয়ী হামলার আগে ভয়াবহ স্বীকারোক্তি! “ভুল করেছি… মারা যেতে পারি”

আইনপ্রণেতাদের ওপর গুলি চালানোর আগেই নিজের বন্ধুদের কী মেসেজ পাঠিয়েছিলেন অভিযুক্ত বন্দুকবাজ।

author-image
Tamalika Chakraborty
New Update
shooter

নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় শনিবারের বন্দুকধারীর হামলায় এক আইনপ্রণেতা ও তাঁর স্বামী নিহত হন এবং আরেকজন আইনপ্রণেতা ও তাঁর স্ত্রী গুরুতরভাবে আহত হন। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি, ৫৭ বছর বয়সী ভ্যান্স বোল্টার, ঘটনার কয়েক ঘণ্টা আগে তাঁর রুমমেটদের পাঠানো একটি টেক্সট বার্তায় নিজের অনুশোচনা ও মৃত্যুর ইঙ্গিত দিয়েছিলেন।

Us lawmaker

 এক প্রতিবেদনে জানানো হয়েছে, বোল্টার তাঁর রুমমেট ডেভিড এবং রনের উদ্দেশ্যে একটি বার্তায় লিখেছিলেন, "ডেভিড আর রন, আমি তোমাদের ভালোবাসি। আমি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছি, এবং তোমরা এসবের কিছুই জানো না। আমি কিছু সময়ের জন্য চলে যাচ্ছি। সম্ভবত আমি খুব শিগগিরই মারা যাবো। আমি শুধু জানাতে চেয়েছিলাম তোমাদের ভালোবাসি এবং আমি যে এমনটা হোক। আমি আর কিছু বলতে চাই না যাতে তোমরা এতে জড়িয়ে না পড়ো, কারণ তোমরা কিছুই জানো না। আমি দুঃখিত, এত ঝামেলার সৃষ্টি করেছি।"

বন্দুকধারীর এই বার্তাই প্রমাণ করে, হামলার পেছনে পরিকল্পিত মানসিক চাপ ও অপরাধবোধ কাজ করছিল।