নিজস্ব সংবাদদাতা: বিহারের বিজেপি নেতা সুশীল মোদি আচমকাই প্রয়াত হয়েছেন। তার প্রয়াণে এবার শোক প্রকাশ করলেন তথাগত রায়।
/anm-bengali/media/media_files/IHK6WDidJfoaIowZ3aD1.webp)
ট্যুইট করে তিনি বলেন, "বিহারের বিজেপি নেতা সুশীল মোদিজির অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। তাকে ভালো করেই চিনতাম। একজন শান্ত, সভ্য, মৃদুভাষী মানুষ, কিন্তু বিজেপির আদর্শের পক্ষে একজন ক্রুসেডার। ওম শান্তি"।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
Sushil Modi ji