/anm-bengali/media/media_files/2025/02/08/Jk2S8Bfr8oHqKuj62woA.webp)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে ফের শুরু হয়েছে RSS ও কংগ্রেসের মুখোমুখি যুদ্ধ। রবিবার বেঙ্গালুরুর এক শতবর্ষ উদ্যাপন সভায় উপস্থিত থেকে RSS প্রধান মোহন ভাগবত কংগ্রেসের তীব্র সমালোচনায় পাল্টা জবাব দেন। কংগ্রেসের অভিযোগ— “RSS আইনত স্বীকৃত নয়।” তার জবাবে ভাগবত বলেন, “অনেক কিছুরই রেজিস্ট্রেশন নেই, এমনকি হিন্দুধর্মেরও নেই। তাহলে কি ধর্ম অবৈধ?”
তিনি আরও বলেন, “RSS তিনবার নিষিদ্ধ হয়েছে— সেটাই প্রমাণ করে সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে। আদালতও স্পষ্ট বলেছে, RSS হল ‘একটি ব্যক্তিসমষ্টি সংগঠন’, যার নিজস্ব কাজ ও আদর্শ আছে। এমনকী আয়কর আইনের আওতায়ও আমরা ছাড় পেয়েছি।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/0FfCm53lCfAyz2JblNyU.jpg)
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সম্প্রতি রাজ্যে RSS কার্যকলাপের উপর নিয়ন্ত্রণ আরোপের ইঙ্গিত দেয়। সেই প্রসঙ্গেই ভাগবতের এই মন্তব্য। তাঁর কথায়, “যদি কংগ্রেস রামমন্দির আন্দোলনে পাশে থাকত, আমরা তারাও পাশে থাকতাম। কিন্তু তারা সবসময় বিভাজনের রাজনীতি করে।”
ভাগবতের এই বক্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কংগ্রেসের তরফে পাল্টা দাবি করা হয়েছে, RSS ধর্মকে রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অপরদিকে, বিজেপি নেতারা বলছেন, “RSS কোনও রাজনৈতিক দল নয়, এটি ভারতের সাংস্কৃতিক আত্মা।”
কর্ণাটকের রাজনৈতিক ময়দানে এই মন্তব্য যে নতুন আগুন জ্বালিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। একদিকে ভাগবতের হিন্দুত্ববাদী সুর, অন্যদিকে সিদ্ধারামাইয়ার ধর্মনিরপেক্ষ অবস্থান— দুই মেরুর এই সংঘাত এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us