/anm-bengali/media/media_files/2025/07/08/b46t-2025-07-08-08-21-44.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: প্রবল বৃষ্টিপাতের ফলে ক্রমশ উত্তরপ্রদেশের বিস্তৃর্ণ এলাকায় জমছে জল। মোরাদাবাদের কিছু অংশে এবার দেখা গেল জল জমার ছবি। ভোলানাথ কলোনির দৃশ্য ধরা পড়লো এবার।
স্থানীয় এক বাসিন্দা এই প্রসঙ্গে বলেন, “প্রায় ১৫-২০টি বাড়ি জলে ডুবে গেছে। বৃষ্টির জলের সাথে ড্রেনের জলও কলোনিকে জলমগ্ন করেছে”।
এই প্রসঙ্গে মোরাদাবাদের অতিরিক্ত পৌর কমিশনার অজিত কুমার বলেন, “পৌর কমিশনারের নির্দেশ অনুসারে, আমরা ২০ মে-র আগে সমস্ত ড্রেন পরিষ্কার করেছি। ফলস্বরূপ, শহরের ৯০% এলাকাই আর জলমগ্ন নেই। ভোলানাথ কলোনির মতো খুব নিচু এলাকায় অবস্থিত কলোনি, যা অননুমোদিত কলোনি এবং একাধিক দখলদারি রয়েছে; সেই এলাকাতেই এখনও জল জমে রয়েছে”।
#WATCH | Uttar Pradesh | Moradabad Additional Municipal Commissioner, Ajit Kumar says, "As per the orders of the Municipal Commissioner, we got all the drains cleaned before 20th May. As a result, 90% of the city is not waterlogged... Colonies that are in too low-lying areas… https://t.co/69njYNvUONpic.twitter.com/R0zZw9B441
— ANI (@ANI) July 8, 2025