রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ও আতঙ্ক — এলাকাজুড়ে থমথমে পরিবেশ, ট্রেন চলাচল স্তব্ধ!

ওড়িশায় রেললাইনে পুঁতে রাখা ল্যান্ডমাইনে মৃত্যু হল রেলকর্মীর।

author-image
Tamalika Chakraborty
New Update
blast

নিজস্ব সংবাদদাতা: শনিবার সকালে ওড়িশার সুন্দরগড় জেলায় রেললাইনে ঘটে গেল এক মর্মান্তিক বিস্ফোরণ। সন্দেহ করা হচ্ছে, এই বিস্ফোরণ মাওবাদীদের ফাঁদ পাতা ল্যান্ডমাইন থেকে হয়েছে। ঘটনায় এক রেল কর্মীর মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। দুর্ঘটনার পরই ওই অঞ্চলে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক, ব্যাহত হয়েছে রেল চলাচলও।

ঘটনাটি ঘটে সকাল প্রায় ১০টা নাগাদ, সুন্দরগড় জেলার রেঙ্গাডা অঞ্চলের কাছে, যেখানে রেললাইন মেরামতের কাজ চলছিল। ঠিক সেই সময়েই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। মৃত্যু হয় ৩৭ বছর বয়সী ইতাওয়া ওরাম নামে এক রেলকর্মীর, যিনি বিছারা গ্রামের বাসিন্দা ছিলেন।

আরও একজন কর্মী, বুধারাম মুন্ডা, গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাঁকে রাউরকেলা জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

dead

ঘটনার পরপরই কে বালাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। প্রাথমিক অনুমান, এটি একটি পরিকল্পিত মাওবাদী হামলা। জানা গিয়েছে, ওই অঞ্চলে এর আগেও রেললাইন, টেলিযোগাযোগ এবং অন্যান্য পরিকাঠামোকে নিশানা করেছে মাওবাদীরা, স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয় ছড়ানোর উদ্দেশ্যে।

এই বিস্ফোরণের জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ওই রুটের ট্রেন চলাচল। রেল ও প্রশাসনের তরফে এলাকা সুরক্ষিত করতে শুরু হয়েছে তল্লাশি অভিযান ও ডগ স্কোয়াড মোতায়েন।

ঘটনার পর নতুন করে এক প্রশ্ন উঠে এসেছে— মাওবাদীদের দমন করতে প্রশাসনের কি আরও কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন?