maoists

Amit shah
বিএসএফের ৬১তম Raising Day–এ গুজরাটের ভুজে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নকশাল দমনে বিএসএফের বড় সাফল্য, ১২৭ মাওবাদীর আত্মসমর্পণ, হাজার হাজার কেজি মাদক বাজেয়াপ্ত এবং দেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি।