নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার চার দিনের মাথায় কাশ্মীরে গেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কাশ্মীরে পৌঁছানোর পর রাহুল গান্ধী প্রথমে জঙ্গি হামলায় আহতদের সঙ্গে কথা বলবেন। তারপর তিনি জম্মু ও কাশ্মীরের বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক করবেন জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/sFck08ilf2v88L5AvLHY.webp)