New Update
/anm-bengali/media/media_files/o8ED5ZXepPeUVHzQm3R5.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ছত্রিশগড়ে নির্বাচনী প্রচারে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দাবি করেন, 'যখনই প্রধানমন্ত্রী মোদী আসেন তিনি আমাকে অপমান করেন। এটা ভালো, আমি পরোয়া করি না। আমি ইতিমধ্যেই বলেছি আমার লক্ষ্য কী। সেটা হল প্রধানমন্ত্রী মোদী আদানিকে যে টাকা দেন সেই একই পরিমাণ টাকা গরিবদের দেওয়া। আমি গুনছি। আপনি আদানিকে এক টাকা দেবেন, আমি গরিবকে এক টাকা দেব'।
#WATCH | Chhattisgarh: Congress leader Rahul Gandhi says "Wherever PM Modi comes he abuses me...it's good, I don't care. I have already told you my goal, which is to provide the same amount of money to the poor that PM Modi gives to Adani. I am counting, you give one rupee to… pic.twitter.com/1GpCzHjARL
— ANI (@ANI) November 15, 2023