নিজস্ব সংবাদদাতা : এবার পাকিস্তান সমর্থিত খালিস্তানি চক্রের বিরুদ্ধে এক বৃহত্তর অভিযানে নামলো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ/NIA)। এই বিষয়ে এপ্রিল মাসের ২৪ তারিখে পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, ও রাজস্থানের পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্যগুলিতেও তল্লাশি অভিযান চালানো হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/25/grxPYXAtaXK0qwEiFjLR.png)
এনআইএ (NIA) জানিয়েছে, এই অভিযানে এখনও পর্যন্ত বিভিন্ন বৈদ্যুতিন ডিভাইস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ উদ্ধার করা সম্ভব হয়েছে। মূলত পাকিস্তান থেকে অস্ত্র এবং মাদক পাচারের সঙ্গে যুক্ত খালিস্তানি অপারেটিভদের কার্যকলাপ রুখতেই এই অভিযান চালিয়েছে এনআইএ (NIA)।