New Update
/anm-bengali/media/media_files/2025/02/25/nTyQWOxah1TKepxxCpkR.jpg)
নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ৭ মে দেশের বিভিন্ন অঞ্চলে মক ড্রিল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ভারতের বিমান বাহিনী রাজস্থানের ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় নোটাম জারি করেছে। নোটাম হল বায়ুসেনাদের উদ্দেশ্যে জারি করা বিজ্ঞপ্তি। এই নোটামে জানানো হয়েছে, ৭ ও ৮ মে দক্ষিণ পশ্চিম বিমান কমান্ডের ব্যাপক সামরিক মহড়া হবে।
/anm-bengali/media/media_files/faRVsarAUETXfO8B2zaE.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us