ট্রেনে ব্যাগে ফেলে গেল সদ্যোজাত শিশু! একটা সিমকার্ডেই ফাঁস ধর্ষণের নৃশংসতা

ধর্ষণের ফলে শিশুর জন্ম। সমাজের লজ্জার ভয়ে সদ্যোজাতকে ট্রেনে ফেলে পালাল নাবালিকা মা।

author-image
Tamalika Chakraborty
New Update
wchild


নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের মোরাদাবাদ রেলস্টেশনে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনার পর্দা ফাঁস করল ভয়াবহ একটি অপরাধচক্রের। গত ২২ জুন, রেলকর্মীরা ট্রেনের একটি সাধারণ কামরায় পড়ে থাকা একটি ব্যাগ উদ্ধার করেন। ব্যাগ খুলতেই চমকে ওঠেন সবাই—ভেতরে ছিল একটি সদ্যোজাত শিশু!

শিশুটিকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পাশেই ছিল একটি মোবাইল সিম কার্ড, যেটি হয়ে ওঠে তদন্তের প্রধান সূত্র। পুলিশ যখন ওই সিম কার্ডের সূত্র ধরে তদন্ত শুরু করে, তখন উঠে আসে এক নারকীয় সত্য—এই শিশুটির জন্ম ধর্ষণের ফলে।

 child death .jpg

জানা যায়, শিশুটির মা একজন নাবালিকা। পরিবারের দাবি অনুযায়ী, তাকে দিল্লিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ট্রেন চলাকালীন, হঠাৎই বাথরুমে প্রসব হয়ে যায়। পরিবারের লোকজন এই আকস্মিক পরিস্থিতিতে ভীত ও আতঙ্কিত হয়ে পড়ে। সমাজের ভয়ে এবং ঘটনাটি গোপন রাখতে তারা নবজাতকটিকে একটি ব্যাগে ভরে ট্রেনের সাধারণ কামরায় ফেলে রেখে পালিয়ে যায়।

সেই ব্যাগ পরবর্তীতে মোরাদাবাদ স্টেশনে রেলকর্মীদের নজরে আসে। আর সেখান থেকেই শুরু হয় এক মারাত্মক সত্যের উদ্ঘাটন।

এই ঘটনায় ফের একবার সমাজে ধর্ষণের শিকার হওয়া মেয়েদের অবস্থান ও শিশুর অধিকারের প্রশ্ন উঠে এসেছে। একইসঙ্গে, রেল পুলিশের সজাগ উপস্থিতি ও প্রযুক্তির যথাযথ ব্যবহারে একটি নিষ্পাপ শিশুর জীবন রক্ষা পেয়েছে।