RSS নিষিদ্ধের দাবিতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি! ক্রমেই কর্ণাটকের রাজনীতি উত্তাল হয়ে উঠেছে

RSS বিতর্কে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, আগের সরকারের নির্দেশনা অনুযায়ী হয়েছে প্রশাসনিক পদক্ষেপ। প্রিয়াঙ্ক খাড়গে যুক্ত নন।

author-image
Tamalika Chakraborty
New Update
DK SHIVKUMAR.jpg

নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরু, কর্ণাটক থেকে সংঘ পরিবার বিতর্ক নিয়ে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানালেন, “আমরা কারও বিষয়ে কিছু বলিনি। কে বলেছে? প্রিয়াঙ্ক খাড়গে অনেক আগে থেকেই এই বিষয়ে কথা বলছেন না। জগদীশ শেট্টারের সময় যেটা নির্দেশিত হয়েছে, আমরা সেটার ব্যাখ্যা দিয়েছি। প্রিয়াঙ্ক খাড়গে এতে জড়িত নন, তিনি কোনও হস্তক্ষেপ করেননি এবং কিছু লিখেও দেননি।”

PRIYANK KHARGE.jpg

সংঘ বিতর্কে প্রিয়াঙ্ক খাড়গের নাম উঠলেও, শাসক দলের শীর্ষ মহল বলছে, তাঁর কোনও সম্পৃক্ততা নেই। মন্ত্রী স্পষ্ট দাবি করেছেন, আগের সরকারের নির্দেশ মতোই পরিচালিত হয়েছে বিষয়টি এবং প্রিয়াঙ্ক খাড়গে এই বিতর্কের বাইরে।