নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়েছে যে,''বিহারে ভোটার তালিকা সংশোধন কর্মসূচিতে এখনও পর্যন্ত ৫৭ শতাংশের বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে, এখনও বাকি আছে ১৬ দিন।'' আর এইবার ভোটার তালিকা সংশোধন নিয়েই এক বড় মন্তব্য করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন,''নিখুঁত ভোটার তালিকাই গণতন্ত্রের মেরুদণ্ড। ভারতের প্রতিটি ভোটারের সঙ্গে নির্বাচন কমিশন ছিল, আছে এবং থাকবে।'' অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যে ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন তা এককথায় স্পষ্ট করে দিলেন জ্ঞানেশ কুমার।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/18/5S1KIimRtChw9RqAVeXv.jpg)
BREAKING: নিখুঁত ভোটার তালিকাই গণতন্ত্রের মেরুদণ্ড ! ভোটার তালিকা নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
কি বললেন জ্ঞানেশ কুমার ?
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়েছে যে,''বিহারে ভোটার তালিকা সংশোধন কর্মসূচিতে এখনও পর্যন্ত ৫৭ শতাংশের বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে, এখনও বাকি আছে ১৬ দিন।'' আর এইবার ভোটার তালিকা সংশোধন নিয়েই এক বড় মন্তব্য করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন,''নিখুঁত ভোটার তালিকাই গণতন্ত্রের মেরুদণ্ড। ভারতের প্রতিটি ভোটারের সঙ্গে নির্বাচন কমিশন ছিল, আছে এবং থাকবে।'' অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যে ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন তা এককথায় স্পষ্ট করে দিলেন জ্ঞানেশ কুমার।